মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেমাই। সেগুলো তুলে নিয়ে হাতে প্যাকেটজাত করছে কয়েকজন শ্রমিক। পরে এসব সেমাই পাঠানো হচ্ছে বিভিন্ন বাজারে।
এভাবেই অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতকরণ করছিল কুমিল্লার মেসার্স কাশফুল ফুড প্রোডাক্টস।
শনিবার দুপুরে নগরীর আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউপির বিবির বাজারে কোম্পানির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদে ঘরে ঘরে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিবির বাজারের কাশফুল ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও মিথ্যা ঘোষণা দিয়ে প্যাকেজিং করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন আদর্শ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ.কে আজাদ ও জেলা পুলিশের একটি দল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com