কুমিল্লা ময়নামতির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির চেয়ারম্যান ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে ময়নামতির নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
আহতাবস্থায় প্রথমে কুমিল্লার একটি হাসপাতালে নেয়া হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তার মূখ মারাত্মক জখম হয়েছে। হাতের হাড় এবং শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়েছে।
এ মূহুর্তে তার অবস্থা একটু ক্রিটিকাল বলে হাসপাতাল সূত্র জানায়।
তার সুস্থতায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। জহির চেয়ারম্যান কুমিল্লা জেলায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-৫ নির্বাচনী এলাকায় একজন জনপ্রিয় নেতা। একজন সাহসী সমাজকর্মী হিসেবে তিনি স্থানীয় ভাবে অত্যন্ত জনপ্রিয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com