নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থ ও পঞ্চম জানাজা শেষে কুমিল্লার হোমনায় নিজ বাস ভবনের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এম কে আনোয়ারকে। এসময় কেন্দ্রিয় বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহন করেন। এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে তার লক্ষ্যাধিক শুভানুধ্যায়ীরা তাকে শেষ বিদায় জানান।
আজ বুধবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে পৌছায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মরদেহ। বাদ যোহর সেখানে তার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা আমির হোসেন ভ’ইয়া, উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাদ আসর হোমনা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার নিজ এলাকার সব শ্রেণীর মানুষের ঢল নামে। জানাজা শেষে এম কে আনোয়ারের নিজ বাড়ি হোমনায় তাকে দাফন করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com