কুমিল্লার লাকসামে চট্টগ্রাম ফেরত এক ব্যবসায়ির পরিবারের ৫ সদস্যের করোনা সনাক্ত হয়েেেছ। এনিয়ে উপজেলায় মোট ২২জনের করোনা সনাক্ত হলো। আজ সোমবার এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী।
লাকসাম উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা জানান, চট্টগ্রাম ফেরত ওই ব্যবসায়ীর প্রথমে নমুনা সংগ্রহ করলে তা পজেটিভ আসে। পরে পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়। আজ সোমবার তাদের সকলের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে রয়েছে ওই ব্যবসায়ীর স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে।
এদিকে স্বেচ্ছায় নমুনা দেয়া লাকসামের পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার দুই জনের করোনা পজেটিভ আসার বিষয়টিও নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় সূত্র জানায়, দুই সপ্তাহ আগে চট্টগ্রাম থেকে লাকসামের বাসায় আসেন ৫৫ বছর বয়সী ওই ব্যবসায়ী। গত বৃহস্পতিবার তিনি তার শরীরে করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগকে অবহিত করে। পরে স্বাস্ত্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন। পরদিন শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তার পরিবারের বাকী পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com