কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি গ্রামের কর্মহীন অসহায় ১০০টি পরিবারের মাঝে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ছালিয়াকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সরকার বাড়ির মো. মোসলেম সরকার (মোসলেম আমিন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আহবানে তাহার নিজস্ব অর্থায়নে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি মিনিকেট চাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি সোয়াবিন তেল, ১ কেজি আলু ও ১টি হাত ধোয়ার সাবান।
এ সময় উপস্থিত ছিলেন ওনার বড় ছেলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির কেন্দ্রিয় মেম্বার ও নিউ ফাইন প্রিন্টার্স ও মেসার্স সরকার এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. ডালিম সরকার, ছালিয়াকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মনির। আরো উপস্থিত ছিলেন মেঝ ছেলে ছালিয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. সেলিম সরকার, ছোট ছেলে মো. আবদুল আলিম সরকার প্রমুখ।
উপহার সামগ্রী হাতে পেয়ে বেশ কয়েকজন বলেন, করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করায় আমরা কর্মহীন হয়ে পরি। লজ্জায় কারো কাছে আমরা আমাদের সমস্যার কথা বলতে পারি না। কেননা আমরা এর আগে নিজেরাই নিজেদের ভরন-পোষনে সক্ষম ছিলাম। মো. মোসলেম সরকার (মোসলেম আমিন) এ দূর্ভোগে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞ।
ওনার বড় ছেলে মো. ডালিম সরকার বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেদিক বিবেচনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন শ্রমজীবী খেটে খাওয়া পরিবারের মাঝে কোটি কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। তিনি যেভাবে শ্রমজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এমন নজির বাংলাদেশে খুব কমই রয়েছে প্রধান মন্ত্রীর আহবানে মো. মোসলেম সরকার (মোসলেম আমিন) আজকে ১০০ জন কর্মহীন শ্রমজীবী, অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করছেন।ভবিষ্যতেও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ মো. ডালিম সরকার তাহার ছোট ভাই আমেরিকার নিউইয়ার্ক বসবাসরত মো. আবদুল হালিম সরকার ও তার সহধর্মীনি তথা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য সবার কাছে দোয়া কামনা করে মহতী উদ্যোগের আজকেরমত সমাপ্তি করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com