মানুষ মানুষের জন্যে/জীবন জীবনের জন্যে/একটু সহানুভূতি কি/মানুষ পেতে পারে না/ও বন্ধু-কালজয়ী কণ্ঠশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার মানবতাবাদী গানটির মাধ্যমে প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমার মানবিক উদ্যোগকে স্বাগত জানাই।
করোনা পরিস্থিতিতে স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে নিজ ঈদ বেতন-বোনাস দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তিনি। ১৮ মে কুমিল্লার বুড়িচংয়ের কাবিলা হাজী জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমা করোনা পরিস্থিতিতে স্কুলের ৬০ জন অসহায়-হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস,এম,সির, ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য, কবি-কলামিস্ট অধ্যাপক শাহীন শাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনা পরিস্থিতিতে কাবিলা হাজী জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমা শিক্ষার্থীদের মাঝে তার পুরো ঈদ বেতন ও বোনাস দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে এক ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com