কুমিল্লায় প্রতি মুহূর্তেই বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ৩১ জনই জেলার মুরাদনগরের। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৫২ জন।
নতুন করে করোনায় মারা গেছেন একজন। জেলায় এই পর্যন্ত মোট মারা গেছেন ১৪ জন। নতুন মৃত ব্যক্তি জেলার মুরাদনগরের বাসিন্দা।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
এদিকে, করোনা জয় করে জেলার চান্দিনার একজন, লাকসামের একজন, মনোহরগঞ্জের ২ জন, মুরাদনগরের একজন ও চৌদ্দগ্রামের একজনসহ মোট ৬ সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬০ জন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমরা বেশ কিছু নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। এতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৪৫ জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলার চান্দিনায় ২ জন, তিতাসে ২ জন, দাউদকান্দির একজন, দেবিদ্বারে একজন, ব্রাহ্মণপাড়ায় একজন, মুরাদনগরে ৩১ জন, মনোহরগঞ্জে একজন, আদর্শ সদরে একজন, বুড়িচংয়ে একজন এবং কুমিল্লা সিটি ও কুমিল্লা মেডিকেলের চার জন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৫ হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৫ হাজার ১৮২ জনের। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। আর মোট মারা গেছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।’
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com