কুমিল্লা জেলায় আজ বুধবার আরও ২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বুড়িচং উপজেলায় পাঁচজন, ব্রাহ্মণপাড়ায় তিনজন, মুরাদনগর, নাঙ্গলকোট, চান্দিনা, লাকসামে দুজন করে, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা মেডিকেল কলেজে একজন করে রোগী আছেন।
জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন আজ বিকেল সাড়ে তিনটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭২। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন ও মারা গেছেন এক নারীসহ ১৪ জন। প্রতিদিনই কুমিল্লায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় গত ৯ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এক মাসে রোগী শনাক্ত হয়েছেন ১৫১ জন। গত ১০ দিনে অর্থাৎ ২০ মে (আজ বুধবার) পর্যন্ত শনাক্ত হলো ২২১ জন।
কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে দেবীদ্বারে ১১০ জন, মুরাদনগরে ৭০ জন, আদর্শ সদর উপজেলায় ৩৭ জন (সিটি করপোরেশনে ২৮, গ্রামাঞ্চলে ৯ জন), লাকসামে ২৪ জন, চান্দিনা ২১ জন, দাউদকান্দিতে ১৬ জন, বুড়িচংয়ে ১৬ জন, তিতাসে ১৪ জন, নাঙ্গলকোটে ১৩ জন, ব্রাহ্মণপাড়া ১১ জন, বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ৭ জন, সদর দক্ষিণে ৫ জন, হোমনায় ৪ জন, লালমাই ৩ জন, চৌদ্দগ্রাম ৩ জন, মেঘনায় ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন আছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com