কুয়েতে মুরাদনগরের শিশু ফাতেমা গুরুতর আহত
মুরাদনগর সংবাদদাতাঃ কুয়েতের ফাহিল এলাকার একটি ভবনের একতলার ছাদ থেকে পড়ে গিয়ে মুরাদনগর উপজেলার দিঘীরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৬) নামের একটি কন্যা শিশু মারাত্তক ভাবে আহত হয়েছে।
২৪ শে অক্টোবর রোজ মঙ্গলবার কুয়েত সময় বিকাল সাড়ে চারটা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহত শিশু ফাতেমা আক্তার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দিঘীরপাড় গ্রামের রশিদ ভূইয়ার নাতনী ও কুয়েত প্রবাসী রফিকুল ইসলাম ভূইয়ার মেয়ে।
কুয়েত প্রবাসী দিঘীরপাড় গ্রামের বাবুল মিয়া জানান, দিঘীরপাড় গ্রামের রশিদ ভূইয়ার ছেলে রফিকুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন ধরে সপরিবারে কুয়েতে বসবাস করছেন।
গত ২৪ শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রফিক ভূইয়া ফাহিল শহরের যে বাড়ীতে বসবাস করেন সেই বাড়ীর ভবনের ছাদ থেকে তার শিশু কন্যা ফাতেমা হঠাৎ অসাবধানতা বশত পা পিছলে পড়ে যায়।
ছাদ থেকে পড়ে গিয়ে শিশু ফাতেমার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কুয়েত শহরের আধান হসপিটালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রয়েছে শিশু ফাতেমা।
শিশুটির বাবা রফিক মিয়া ও তার মা এবং পরিবারের সকলে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এছাড়াও কুয়েত প্রবাসী বাবুল মিয়া শিশু ফাতেমার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।