কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত জেলায় সর্বোচ্চ। এনিয়ে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬০৪ জনে দাঁড়িয়েছে।
রোববার (২৪ মে) বেলা সাড়ে ৩ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।
এদিকে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২০ জন। আর নতুন করে ২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থের সংখ্যা ৯৫।
জেলা সিভিল সার্জন জানান, কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে মুরাদনগরে ৮, চান্দিনায় ২২, হোমনায় ১, তিতাসে ২, দাউদকান্দিতে ৩, মেঘনায় ৮, দেবীদ্বারে ৬, ব্রাহ্মণপাড়ায় ২, বুড়িচংয়ে ৮, মনোহরগঞ্জে ১, লাকসামের ৩, আদর্শ সদরে ৩ ও কুমিল্লা সিটির ১১ জন রয়েছেন।
ডা.নিয়াতুজ্জামান জানান, রোববার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৭ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৬ হাজার ৪৪৫ জনের। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬০৪ জন। আর মোট মারা গেছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com