কুমিল্লার বুড়িচংয়ে একদিনে সর্বোচ্চ ২০ জনের করোনাই ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে বুড়িচংয়ে মোট ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৪৬ জনের মধ্যে ৯ জন সুস্থ্য হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মীর হোসেন মিঠু।
তিনি জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। ২০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এর আগে উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদও রয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com