কুমিল্লায় পৌরসভার মেয়রসহ আরও ৪০ জন করোনায় আক্রান্ত
প্রাণঘাতী করোনাভাইরাসে কুমিল্লায় পৌরসভার মেয়রসহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৮২১ জনে দাঁড়িয়েছে।
এদিকে, কুমিল্লায় এখন পর্যন্ত ১০১ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। এর মধ্যে নতুন করে জেলার মনোহরগঞ্জ উপজেলার ১ জন সুস্থ হয়েছেন। আর করোনার ছোবলে কুমিল্লায় মোট মারা গেছেন ২৪ জন। নতুন করে জেলার লাকসামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫ টা ১৫ মিনিটের দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শুক্রবার কুমিল্লায় নতুন আক্রান্তদের মধ্যে জেলার দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন রয়েছেন।
শুক্রবার (২৯ মে) বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ৮ হাজার ৫৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে ৭ হাজার ৬২৩ জনের। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮২১ জন। আর মোট মারা গেছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০১ জন।