কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার পাসের হার ৮৫.২২ শতাংশ। এ বছর ৬ জেলায় ১ লাখ ৫৯ হাজার ০৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। ছাত্র ৬৭ হাজার ৮৮৯ জন এবং ছাত্রী ৯১ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
মোট জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। এর মধ্যে ছাত্র ৪৯১৫ জন এবং ছাত্রী ৫৩৩০ জন।
এর মধ্যে ছাত্র পাশ করেছে ৫৮ হাজার ৫৯৬ জন ছাত্র এবং ছাত্রী ৭৬ হাজার ৯৬৪ জন পাশ করেছে। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৬.৩১ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৯৪.৪১ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৭৬ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯৬.৯২, মেয়েদের ৯৬.৬০ শতাংশ।
মানবিক বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৩৩ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৭৪ দশমিক ২৫, মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৯৭ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৮৩ দশমিক ৮৩ এবং মেয়েদের পাশের হার ৮৬ দশমিক ০৫ শতাংশ। এ বোর্ডে এবার ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com