কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ধরাবাহিক সাফল্য অব্যহত রয়েছে । এবারও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫-ফলাফলে ২৬ টি এ প্লাস পেয়ে উপজেলায় সেরা হয়েছে । রবিবার কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত উপজেলা ৮১ টি জিপিএ ৫ এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫ টি , ব্যবসায় শিক্ষা বিভাগে ০৮ টি, মানবিক বিভাগে ০৩ টিসহ মোট ২৬ জিপিএ ৫ পেয়ে উপজেলায় সেরা হয়েছে অত্র বিদ্যালয় । যার পাশের হার ৯৭.৮৬ % এবং গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ০৩ জন । উল্লেখ গত বছরও ১০ টি জিপিএ ৫ পেয়ে জিপিএ-৫ ফলাফলে প্রথম হয়েছিল এ বিদ্যালয়টি।
জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২৬ জন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ১৪ জন, হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়-১২ জন, রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয় ১০ জন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০৬ জন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০২ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ০৪ জন, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০৪ জন , কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয় ০৩ জন । অপরদিকে এসএসসি ভোকেশনালে মোট জিপিএ-৫ পেয়েছে মোট ১৩ জন । এর মধ্যে নিলখী উচ্চ বিদ্যালয় ১২ জন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০১ জন ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন বলেন, বিগৎ তিন বছর যাবৎ জিপিএ-৫ ফলাফলে উপজেলায় সেরা হয় । এ বছরও এসএসসিতে ২৬ টি জিপিএ ৫ পেয়ে উপজেলা সেরা হওয়ায় আমি খুবই আনন্দিত । ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন করার চেষ্টা অব্যাহত থাকবে ।
ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল বলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রীদের প্রতি খুবই আন্তরিক,যার দরুন সাফল্য অর্জন করেছে । এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন বলেন, বিদ্যালয়টি ধারাবাহিকভাবে সাফল্য অর্জনের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com