সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন গ্রামের লোকজনের নমুনা সংগ্রহের পরীক্ষার ফলাফলে পজেটিভ এসেছে ১০ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু জানান সোমবার দুপুরে নমুনা পরীক্ষার ফলাফল এসেছে ১০ জনের পজেটিভ।
যাদের পরীক্ষার ফলাফলে পজেটিভ এসেছে তারা হলো বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেন, বুড়িচং উপজেলা সদরের মোঃ দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, ফারজানা আক্তার, রাব্বী হোসেন, ষোলনল ইউনিয়ন এর ইছাপুরা গ্রামের মোঃ আবাদ হোসেন, মোকাম ইউনিয়ন এর সালেহা বেগম, আইরিন সুলতানা, ফাতেমা বেগম, আব্দুল মান্নান। এর মধ্যে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ হোসেনের রিপোর্ট ২য় বার পজেটিভ আসলো।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com