প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে কুমিল্লায় নতুন করে ১০৫ জন আক্রান্ত হয়েছেন। যা একদিনে জেলায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬৮ জন।
এদিকে, করোনার ছোবলে নতুন ৩ জনসহ মোট মারা গেছে ৩৮ জন। নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরীর চকবাজার এলাকার একজন, কচুয়া এলাকার একজন ও জেলার মুরাদনগরের একজন রয়েছেন।
কুমিল্লায় নতুন করে ২৫ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। এর মধ্যে দেবিদ্বারের ১৭ জন, দাউদকান্দির ৪ জন, তিতাসের ৩ জন ও চান্দিনার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১৮৪ জন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৪টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ১৭ জন, চৌদ্দগ্রামের ১১ জন, মুরাদনগরের ১৩ জন, চান্দিনার ১৩ জন, লাকসামের ৭ জন, তিতাসের ৬ জন, হোমনার ৫ জন, দাউদকান্দির ৪ জন, আদর্শ সদরের ৭ জন, বুড়িচংয়ের ১৩ জন (এর মধ্যে সিএমএইচে ৬ জন), বরুড়ার ৩ জন, নাঙ্গলকোটে ২ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ১ জন ও মনোহরগঞ্জের ১ জন রয়েছেন।
কুমিল্লায় এ পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৩৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯ হাজার ৫৫৬ জনের।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com