কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে কাঁঠাল খেয়ে শুক্রবার (৫ জুন) গভীর রাতে ডায়েরিয়ার আক্রান্ত হয়ে ৩ সন্তানের জননী মারা যায়। ডাইরিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয় একই পরিবারের ৪ জন। জানা গেছে, টাটেরা গ্রামের গ্রাম পুলিশ আলী মিয়ার ছেলে মো. শাহজাহান ৪ জুন বিকালে ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে ২শ টাকা দিয়ে একটি কাঠাল ক্রয় করে বাড়ীতে নিয়ে আসে। একই দিন রাতে পরিবারের সকলে মিলে কাঠাল খেয়ে সকলে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে পাতলা পায়খানা ও বমি করতে থাকে।
টাটেরা গ্রামের গ্রাম পুলিশ আলী মিয়া জানান, ৫ জুন রাত থেকে আমার ছেলে শাহজাহানের স্ত্রী সুমি আক্তার (৩০) বারবার পাতলা পায়খানা ও বমি করতে থাকে এক পর্যায়ে রাত ১১টা ৪৫ মিনিটের সময় সে মারা যায়। একই সময় ডাইরিয়ায় আক্রান্ত হয়ে গুরুত্ব অসুস্থ্য হয় টাটেরা গ্রামের আলী মিয়ার ছেলে শাহ জাহান (৩৫) তার ছেলে রিফাত (১৫) মেয়ে সুবর্না (১৩) ছেলে ইয়াছিন (৯) ডাইরিয়ায় আক্রান্ত হয়ে ৬ জুন থেকে ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। ডাইরীয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সুমি আক্তারকে ৬ জুন সকালে টাটেরা ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে টাটেরা ওয়াককফা কবরস্থানে দাফন করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com