কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আমীর হোসেন সরকার (২৮) গতকাল বেলা ৩টার সময় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।
নিহত ছাত্রলীগ নেতা আমীর হোসেন সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের গ্রাম পুলিশ আবদুল সৈয়দ এর ছেলে। সে ১নং মাধবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ছিলেন।
এ ব্যপারে নিহতের ভাই সাদেক মিয়া জানান, গত কয়েকদিন যাবত আমীর হোসেন প্রচন্ড জ্বর ও বিভিন্ন ঠান্ড জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার অবস্তা আশঙ্খাজনক দেখে আমরা তাকে ৬ জুন (শনিবার) সকালে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক আমীরের অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পেরণ করে। সেখানে গিয়ে বেলা সোয়া ৩ টায় চিকিৎসাধিন আবস্থায় আমীর হোসেন মারা যায়।
নিহতের ভাই সাদেক মিয়া আরো জানান, কুমেক কর্তৃপক্ষ আমার ভাইয়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। এরমধ্যে করোনার নমুনা সংগ্রহ করেছেন কিনা সে বিষয়ে এখনও কিছু বলতে পারছিনা। পরে তার লাশ কুমেকের নিয়ম এবং নির্দেশনা মেনে এলাকায় নিয়ে আসা হলে প্রশাসনের স্বাস্থ্যবিধি মেনে একইদিন রাতে বাদ এশা লাশের জানাযা নামাজ এবং দাফন সম্পন্ন করা হয়।
এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় গত ২দিনে নতুন করে ৩ শিশু করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মুবিন। তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের আবুল কাশেমের ছেলে রনি (১৩), একই ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে মাহি (৮) ও একই গ্রামের রুবিনা বেগমের মেয়ে আলভী (৯) এ উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
এসময়, সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com