কুমিল্লার তিতাস উপজেলায় সাপের দংশনে আ. আউয়াল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জগতপুর ইউপির জগতপুর গ্রামের আ. আউয়াল গরুর ঘাস কাটার জন্য গ্রামের পাশের জমিতে যায়। এ সময় একটি গোখরা সাপের লেজে ঘাস কাটার কাঁচি লাগলে সাপটি পেছন ফিরে তাকে দংশন করে। ঝাড়ফুঁক করার জন্য প্রথমে তাকে গ্রামের দরবেশ আলীর কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্যর্থ হলে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের দংশনের ইনজেকশন এন্টিভেনম না থাকায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আ. আউয়ালের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডা. সরফরাজ হোসেন খান বলেন, সাপে কাটা রোগীটি তখনো জীবিত ছিল কিন্তু আমাদের কাছে এন্টিভেনম না থাকায় আমরা তাকে ঢাকায় রেফার করি।
সূত্রঃ ডেইলি বাংলাদেশ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com