কুমিল্লায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এর মধ্যে কুমিল্লা সিটিতে রয়েছে ২৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৫১৪ জনে। নতুন মৃত ২ জন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূূত্রে জানা গেছে, জেলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ৭৩২ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ১০ হাজার ৭০২ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে পজিটিভ এসেছে ১ হাজার ৫১৪ জনের।
শুক্রবার নতুন করে আক্রান্ত ৫৮ জনের মধ্যে সিটি করপোরেশন- ২৯, বরুড়া- ৯, মনোহরগঞ্জ- ২, দাউদকান্দি- ৪, তিতাস- ৫, বুড়িচং- ৬, চৌদ্দগ্রাম- ২, নাঙ্গলকোট- ১।
আজকে নতুন করে মৃত্যুবরণ করেছে ২ জন। জেলায় মোট মৃত্যু ৪৫ জন। সর্বমোট সুস্থ হয়েছে ২৫৮ জন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com