কুমিল্লায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহরে তিনজন ও দেবিদ্বারে একজনের মৃত্যু হয়েছে।

জেলার দেবিদ্বার উপজেলা ১০ নম্বচর দক্ষিণ গুনাইঘরে বল্লুভপুর গ্রামের নরুল ইসলামের মেয়ে সালেহা আক্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের নরুল ইসলামের মেয়ে সালেহা আক্তার বেশ কিছু দিন পূর্বে চট্টগ্রামের ইপিজেডে চাকরি করতো। তিনি করোনাভাইরাসের উপসর্গ সর্দি ও জ্বর নিয়ে বাড়ি ফিরে আসেন। গতকাল মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে তিনি বাবার বাড়িতে মৃত্যুবরণ করেন।

একই দিন সকালে কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বজ্রপুর সার্কুলার রোডের বাসিন্দা মো. ইলিয়াস মিয়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লা সদরের ফরিদা বেগম ও কুমিল্লার পানিপাড়া এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম । মানবিক সংগঠনগুলি এইসব মরদেহের দাফন সম্পন্ন করেন।

আরো পড়ুন