কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। আজ সোমবার (১৫ জুন) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ছাড়া এদিন করোনার উপসর্গ নিয়ে জেলা আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন এবং নিজ নিজ বাড়িতে মারা গেছেন দু’জন।
কুমেকে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। এদের ২ জন আইসিইউতে অপর তিনজন আইসোলেশনে মারা যান। এ ছাড়া সোমবার বিকেলে করোনা আক্রান্ত হয়ে বরুড়ার শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মারা যান বলেও জানান তিনি।
কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার মোকলেছুর রহমান (৮০), বরুড়ার রতন বণিক (৬৬), বুড়িচংয়ের শাহআলম (৪৮), নাঙ্গলকোটের আবদুল হক (৬০) এবং কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার মোস্তাফিজুর রহমান (৩৮)।
এদিকে সোমবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মো. আলম নামে এক পল্লী চিকিৎসক। তার বাড়ি উপজেলার নাগাইশ গ্রামে। একই দিন বিকেলে জেলার বরুড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা যান নুরুল ইসলাম তালুকদার নামে এক ব্যক্তি। মারা যাওয়া এ দু’জন গেলো কয়দিন যাবৎ জ্বর-শ্বাস কষ্টে ভোগছিলেন বলে জানা গেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com