কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের দক্ষিন পাড়া গ্রামের সৌদি প্রবাসী মক্কায় মঙ্গল বার স্হানীয় সময় রাত ৯ টায় ইকবাল হোসেন আবু (৪০)ও তার ভাই কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্টাফ রেজাউল করিম গত ১৫ দিনের ব্যাবধানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। এব্যাপারে স্থানীদের ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা যুবলীগনেতা সেলিম হোসেন ও মাওঃ আল আমিন জানান, জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের দক্ষিণ পাড়া ডাক্তার বারু মিয়ার বাড়ির মৃত রেছত আলীর ছেলে ইকবাল হোসেন আবু(৪০) গত ১৫ বছর পূর্বে সৌদি আরব চাকরি নিয়ে প্রবাসে যায়। গত মঙ্গলবার স্হানীয় সময় রাত ৯ টায করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মক্কা নগরীতে হাসপাতালে চিকিৎসাধীনে মারা যায়। অপর দিকে তার আপন বড় ভাই রেজাউল করিম (৪৫) তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন। গত ১৫ দিন পূর্বে কোরনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। একই পরিবারের দুই সহদরের মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com