কুমিল্লার নাঙ্গলকোটে নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পৌর মেয়র আব্দুল মালেকও আছেন। এনিয়ে পুরো উপজেলায় ১১৪ জন করোনায় আক্রান্ত হলেন। অপরদিকে মৃত ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে ৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৫৬ জন ও চিকিৎসাধীন রয়েছে ৫৮ জন।
বৃহস্পতিবার করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্ত অপর জন হলেন- মৌকরা ইউপির মহেশ্বর গ্রামের মর্জিনা আক্তার। শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবারে তারদের রিপোর্ট পজিটিভ আসে।
এ পর্যন্ত ৯ শত ২০ জনের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৮ শত ৫২ জনের রিপোর্ট আসে। ৬৮ জনের রিপোর্ট বাকি রয়েছে। পুরো উপজেলায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে পৌর মেয়র আব্দুল মালেক মুঠোফোনে প্রতিবেদককে জানান, গত কয়েক দিন ধরে গলা ব্যাথা ও সর্দি দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার বিকেলে তার রিপোর্ট পজিটিভ শুনার পরপরই তিনি হোম কোয়ারান্টাইনে চলে যান। বর্তমানে তিনি গলা ব্যাথায় ভুগছেন। তিনি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি দ্রুত সুস্থতার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com