আবু মুছাঃ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে পালন করল হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন। শনিবার আলেখারচর ময়নামতি হাইওয়ে থানা প্রাঙ্গনে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় ক্যান্টনমেন্ট ওভারব্রীজ এলাকায় বর্ণাঢ্য র্যালির উদ্ভোদন করেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম। পরে মহাড়কের এক কিলোমিটার রাস্তা পায়ে হেটে আলেখারচর ময়নামতি হাইওয়ে থানায় এসে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে ময়নামতি হাইওয়ে থানায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাংঙ্গীর আলম, কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ।
এছাড়া আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সাধারন সম্পাদক কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি, সহ-সভাপতি ও চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলাম, সহ-সভাপতি ও স্টাল লাইন গ্রুপের স্বত্তাধিকারি জাফর উদ্দিন, বাংলাদেশ ট্রাক মালিক ঐক্য পরিষদের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার, ফেনি জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম নবী, কুমিল্লা জেলা বাস মালিক গ্রুপের মহাসচিব তাজুল ইসলাম, কুমিল্লা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস ছালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।
প্রধান অতিথি দেশের প্রতিটি মহাসড়ক সন্ত্রাস, জানযট, মাদক ও দূর্ঘটনা মুক্ত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় কুমিল্লা ও ঢাকা থেকে আগত শিল্পিদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com