কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের হাফেজ মাওলানা ফারুক আহমেদ এর মেয়ে ফারিয়া আক্তার আড়াই বছরের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বাড়ির লোকজনের অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে। পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
স্হানীয় সূত্র জানায় জেলার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের পীর যাত্রাপুর গ্রামের হাফেজ মাওলানা মোঃ ফারুক আহমেদ এর আড়াই বছরের এক শিশু কন্যা শনিবার বিকালে বাড়ির লোকজনের অজান্তে খেলা করতে গিয়ে বাড়ির পাশের গর্তে পড়ে পানিতে ডুবে যায়।
বিকাল বেলা বাড়ির লোকজন গর্তের পানিতে ভাসতে দেখে তাকে পানি থেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। পরে রাত সাড়ে ৮টায় শিশুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com