কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন ১৩ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৬৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৮ জুন সংগ্রহকৃত নমুনার ২৩ জুন ৪৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তারমধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
তারা হলেন: ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম (ইউএসপিও), গাজী ইউসুফ, টিটু চক্রবর্তী (চাঁন্দিশকরা), বেলাল হোসাইন (আলকরা), রিপন (নোয়াপাড়া), এদু মিয়া (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), একেএম লিয়াকত আলী (সার্কেল এসপি অফিস), হালিমা (ফাতেমা মঞ্জিল, চৌদ্দগ্রাম), শাফি (নোয়াগ্রাম-জগন্নাথদীঘি), ফয়েজ আহমেদ (দেবীপুর, বাতিসা), বাচ্চু মিয়া (সিংরাইশ, মুন্সীরহাট), জাহানারা (পৌরসভা), ঝর্ণা বনিক (চৌদ্দগ্রাম)।
এ পর্যন্ত ১২৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০৩৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২২৫ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ৬৫ জন ও মারা গেছে ৩ জন।
এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com