কুমিল্লার নাঙ্গলকোটে ১১ মে থেকে এখন পর্যন্ত সর্ব মোট ১শ ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এক জন হাসপাতালের আইসোলেশানে চিকিৎসা নিচ্ছেন। অন্যেরাও বাড়ীতে হোম আইসোলেশান রয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ওসিসহ -১৪ জন পুলিশ সদস্য।
এছাড়াও পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূূঁইয়া। অপরদিকে গতকাল মঙ্গলবার দুই স্বাস্থ্য কর্মী ও এক স্বাস্থ্য কর্মীর স্বামীসহ ৫ জনের করোনায় আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল জানান, বিকাল ৪ টার পর অপ্রয়োজনীয় দোকান পাঠ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে । নতুন করে দুইজন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৬০ জন। ৮৫ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ২০ জনের। রিপোর্ট এসেছে ৯শ ৬৪ জনের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেন। ডাক্তার দেব দাস আরও বলেন, করোনাকে কোন ভাবে অবহেলা করা যাবে না। সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com