করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১০১ জন মারা গেলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৬ জন। মেডিক্যালের করোনা ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটের ডা. ইস্তিয়াক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় মেডিক্যালের করোনা ওয়ার্ডে সাত জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। তার নাম মাজেদা (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহাপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনই পুরুষ। তাদের বাড়ি কুমিল্লার বিভিন্ন উপজেলায়। তারা হলেন শামছুল হক (৫৫), আবদুল করিম (৭৫), জামাল উদ্দিন (৪৫) ও আক্তার হোসেন (৪৫), রেয়াজউদ্দিন (৫৫)।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com