কুমিল্লা-১১ আসনের সাংসদ মুজিবুল হক এমপির উদ্যোগে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরন করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা মাষ্টার কামরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন বিপ্লব, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছামাদ মেম্বার, চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল জলিল রিপন প্রমুখ।
এছাড়াও অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলী হায়দার মেম্বার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক টিপু মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিল্লাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সোহাগ সহ অত্র ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে ইউনিয়নের ১০৮০ জন কৃষকের মাঝে সবজি বীজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষুধ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com