করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা নগরী, চৌদ্দগ্রাম ও ব্রাক্ষণপাড়ায় একজন করে মারা গেছেন। এনিয়ে জেলা আক্রান্ত হয়ে মোট মারা গেলন ১০৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬ জনসহ নতুন করে জেলায় আরও ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় মোট আক্রান্ত তিন হাজার ৬৯৯ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় ৭৯ জন সুস্থসহ এখন পর্যন্ত এক হাজার ৬১৩ জন সুস্থ হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে ১৯ হাজার ৪৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৮ হাজার ৬৭৩ জনের। নতুন আক্রান্তের মধ্যে কুমিল্লা নগরীতে ১৬ জন, আদর্শ সদরে, মুরাদনগরে, মনোহরগঞ্জে ও লালমাইতে আট জন করে; বরুড়ায় ১১ জন, লাকসামে ছয় জন, নাঙ্গলকোটে সাত জন; সদর দক্ষিণে, চান্দিনায় ও তিতাসে চারজন করে; হোমনায় ১৫ জন, দাউদকান্দিতে একজন, চৌদ্দগ্রামে ২৬ জন, মেঘনায় পাঁচ জন, বুড়িচংয়ে ও ব্রাক্ষণপাড়ায় তিন জন করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com