কুমিল্লা মেডিকেলে একমাসে সুস্থ ৫৭২, মৃত ১৬৬
করোনা চিকিৎসা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) থেকে গত একমাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭২ জন। শনিবার (৪ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এ হাসপাতালে করোনা ইউনিট চালু হওয়ার পর কুমিল্লা এবং পাশের জেলার রোগীরাও এখানে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। এ হাসপাতালে বর্তমানে ১৮ শয্যার আইসিইউ ইউনিট রয়েছেন।
গত একমাসে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪২ জন। আর করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ২৪ জন। এ নিয়ে মারা গেছেন ১৬৬জন।
হাসপাতালে করোনা চিকিৎসায় মোট ভর্তি হয়েছেন ৮৫২ জন। গত ৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ তথ্য তুলে ধরেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে চিকিৎসক ও চিকিৎসা সহকারীর সংকট থাকায় সেবায় অনেকটা বিড়ম্বনাও রয়েছে বলে অনেকে অভিযোগ করেন।
সূত্রঃ সময় টিভি