ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে রবিবার পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়। ভিসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ সিন্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
কুবি ভিসিকে রবিবার পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-২০১৭ হতে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ এর বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ কার্যক্রম পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।’
এদিকে গত ২৫ অক্টোবর শিক্ষক সমিতি ভিসি অধ্যাপক ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ পাঠায়। শিক্ষক সমিতি উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক দুর্নীতি, শিক্ষক লাঞ্ছনা, বিচারহীনতার সংস্কৃতি চালু, অর্থ অাত্মসাৎ করাসহ বেশ কয়েকটি অভিযোগ আনে। শিক্ষক সমিতি চলতি বছরের জানুয়ারি থেকে দফায় দফায় ভিসির পদত্যগের দাবিতে আন্দোলন করে আসছে।
এ সকল বিষয়ে কথা বলতে ড. মো. আলী আশরাফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন তুলে, ‘ব্যস্ত আছি’ বলে রেখে দেন।
সূত্রঃ ইত্তেফাক
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com