কুমিল্লার বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকসহ নতুন করে একদিনে বুড়িচংয়ে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে বুড়িচংয়ে মোট ২শত ৭০ জনের করোনা সনাক্ত হলো।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু নিশ্চিত করে জানান, অফিসার ইনচার্জসহ নতুন করে একদিনে ৯ জনের করোনা সনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৬জন পুরুষ ও ৩ জন নারী। এপর্যন্ত বুড়িচং উপজেলায় ২ শত ৭০ জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ২ শত ২৯ জন সুস্থ্য হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বুড়িচংয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, সামান্য উপসর্গ নিয়ে তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন এবং নিয়মিত চিকিৎসা সেবা গ্রহন করছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com