করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সাবেক সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা. মতিন পাটোয়ারী (৬৫) মারা গেছেন। গত শুক্রবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা ডা. মতিন পাটোয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পাঁচ দিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি।’
ডা. মুজিব জানান, কভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার মধ্যরাতেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নগরীর আশরাফপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com