রোববার বিকেলে কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় র্যাব ১১ সিপিসি-২ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসময় বিএসটিআই অনুমোদনহীন খাদ্য পণ্য মোড়কজাত, মানহীন ভেজাল খাদ্য পণ্য তৈরি ও কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে ফিরোজ খন্দকারের মালিকানাধীন খন্দকার বেকারি নামের একটি প্রতিষ্ঠান কে নগত দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার ও র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এর নেতৃত্ব জেলা প্রশাসন ও র্যাব ১১'র অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিকেল ৪টাকা থেকে অভিযান শুরু হয়। সরেজমিনে তদন্ত শেষে উল্লেখিত অনিয়মের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে বেকারি মালিক কে নগদ ২লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার এ রায় দেন।
ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করনের বিরুদ্ধে র্যাব সর্বদাই বদ্ধপরিকর। জেলা জুড়ে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com