কুমিল্লার মনোহরগঞ্জে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত
‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এ শ্লোগানে কুমিল্লার মনোহরগঞ্জে ৩৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মনোহরগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি পুকুর, জলাশয়, প্রাষ্ঠিানিক জলাশয়, নদী-নালাসহ বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমিতে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, লাকসাম মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম প্রমুখ।