বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশে আওয়ামী লীগ কুমিল্লা জেলা শাখার সম্মানিত সদস্য ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের জানাযার নামাজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর বাগিচাগাও জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বাদযোহর ব্রাহ্মণপাড়া সরকারী হাইস্কুল মাঠে ও তৃতীয় দফায় একইদিন বাদ আছর উপজেলার শশীদল আবু তাহের কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের মরদেহ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময়, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি জাফর সাদিক চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা নুরউর রহমান মাহমুদ তানিম, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, এপিএস মাহবুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আবদুল কাফি, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তফা সারোয়ার খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, জমির হোসেন ঠিকাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিছুর রহমান রিপন ভুইয়া, এনায়েত করিম ভুইয়া,জেলা মৎস্যজিবী লীগের আহবায়ক শাহআলম, সাবেক ভিপি মনির হোসেন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জসিম খান, ডা. নজরুল ইসলাম শাহীন, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম আহবায়ক জহিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চান্দলা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহমেদ সবুজ, সাবেক আহবায়ক আলী হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব এমদাদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরিফ,ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিশন, আলমগীর হোসেন সহ আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সকলে সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে কুমিল্লা নগরীতে প্রথম জানাযা শেষে লাশবাহী গাড়িতে করে মরদেহ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসলে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে মরহুম মুহাম্মদ আবু তাহেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলার সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে তিনি মারা যান। তার আগে তিনি কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আলহাজ্ব আবু তাহেরের আপন ছোট ভাই শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com