কুমিল্লার মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কুরআন আল আরাবিয়্যাহ মাদ্রাসার পরিচালক মুফতি নাজিবুল্লাহ আফসারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সংগীতের আদলে ‘নিজস্ব জাতীয় সংগীত’ তৈরি করেছেন। সম্প্রতি তিনি এই সংগীতটি তৈরি করে তাতে সুর দিয়ে নিজের পরিচালনাধীন প্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীদের দিয়ে গাইয়েছেন। প্রচার করেছেন নিজের ফেসবুক আইডি ও ইউটিউবেও।
ভিডিওতে তিনি লিখেছেন, ‘দারুল কুরআন আল আরাবিয়্যা মাদ্রাসার জাতীয় সংগীত।’
এ বিষয়ে জানতে চাইলে নাজিবুল্লাহ আফসারী বলেন, ‘সুরটা আমার ভালো লাগে, ছোটবেলা থেকেই এই সুরটা আমার পছন্দের একটা সুর। চিন্তা করলাম যে, একটা গজল এই সুরে তৈরি করি। একটা গজল, আল্লাহ-তায়ালার নামে হামদ। আর একটা সুরে হামদ গাওয়া তো আর নাজায়েজ না।’
নিজের এই সংগীত তিনি ১৩ অক্টোবর ফেসবুক আইডিতে (singernajibullah.afsari) শেয়ার করেন। এরপর ১৫ অক্টোবর তার ইউটিউব চ্যানেল নাজিবুল্লাহ টিভিতে আপলোড করেন।
‘আমার দয়ার আল্লাহ, আমি তোমায় ভালোবাসি…’ শীর্ষক প্রথম মুখরার সুরটি জাতীয় সংগীতের আদলে।
নাজিবুল্লাহ আফসারী বলেন, ‘আল্লাহ সুর দিয়েছেন, আল্লাহর সুরে গাওয়া তো আর হারাম না। গাইলাম, এটা রেকর্ডিং করলাম।
জাতীয় সংগীতের সুরে নিজস্ব সংগীত রচনা করা ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এহন তো সমালোচনা করতেছে। অনেকে তো নম্বরও দিয়ে দিসে। প্রথম কলি তো জাতীয় সংগীতের সুর, এরপর তো বাকিটা আমার সুর।’
গত ৮ অক্টোবর বৃহস্পতিবার তিনি শিক্ষার্থীদের দিয়ে নিজের সৃষ্টি সংগীত গাওয়ান ও ভিডিও করেন। ১৩ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি প্রচার করেন। জাতীয় সংগীতের আদলে সৃষ্ট ধর্মীয় এ গানটিতে শিশুদের বুকে হাত দিয়ে গাইতে দেখা যায়। এসময় নাজিবুল্লাহ আফসারীই শিক্ষার্থীদেরকে গাইড করছিলেন।
নাজিবুল্লাহ আফসারীর গানটি হল-
আমার দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার দয়ায়
তোমার মায়ায়
অধম আমি বেঁচে আছি…
দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি
তব দয়াতে
এই ধরাতে আমি
তব দয়াতে
এই ধরাতে আমি
নেয়ামতে ডুবে আছি
দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি
আমারও এ বুকে
রেখেছি তোমাকে
যপি তোমায় দিবানিশি…
দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি…
যে তোমায় ভুলে যায়
তাকেও দাও ঠাঁই
যে তোমায় ভুলে যায়
তাকেও দাও ঠাঁই
যদি তওবা করে ফিরে আসি…
দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি
চিরদিন তোমার দয়ায়
তোমার মায়ায়
অধম আমি বেঁচে আছি…
দয়ার আল্লাহ
আমি তোমায় ভালোবাসি..
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com