কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে৷ বুধবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে৷ নিহত গৃহবধু ওই গ্রামের মোখলেছ তালুকদারের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনর্চাজ ( ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর মোঃ হারুনুর রশীদ জানান,খবর পেয়ে মডেল থানার উপ-পরিদর্শক এমদাদুল হক সঙ্গী ফোর্স ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় ৷ আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় গৃহবধু জাহানারা বেগম নিহত হয়েছে ৷
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় নিহতের স্বামী মোখলেছ তালুকদার বাদী হয়ে আব্দুল কাদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের ছেলে মামুন তালুকদার বলেন, আমার বাবা মোখলেছ তালুকদার প্রতিবেশী কাদের গংদের সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে, বুধবার বিকালে প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা করে মা এতে বাধা দিতে আসলে হামলাকারীরা মা-কেও লাঠি সোটা দিয়ে পিটিয়ে মেরে ফেলে।
নিহত জাহানারা বেগমের স্বামী মোখলেছ তালুকদার বলেন, আমার স্ত্রী প্রতিপক্ষ কাদের গংদের হাত থেকে আমাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা আমার স্ত্রীকেও বেদম মারধর করলে সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে গেলে তাক্ষনিক ভাবে স্থানীয় গৌরীপুর হাসপালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ৷
এদিকে প্রতিপক্ষ কাদের মিয়া ও নিহত জাহানারা বেগম পরস্পর একই গ্রামের বাসিন্দা,
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com