কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারের সেবা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালাসহ মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. রুবাইয়া খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া খানম বলেন, সেবা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং কিছু কাগজপত্র নবায়ন না করায় এটিকে সিলগালা করা হয়েছে। উক্ত সেন্টারের মালিক মো. বশির উদ্দিন দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।
ডাক্তারি সদনপত্র না থাকায় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মো. বশির উদ্দিন উপজেলার দুলব্দী মাছিমপুর গ্রামের কাদির ব্যাপারীর ছেলে।
সূত্রঃ সময় টিভি
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com