কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তন ভবন প্রত্বসম্পদ হিসাবে সংরক্ষনের বিষয়ে গঠিত কমিটি বুধবার (৯ডিসেম্বর) কুমিল্লা টাউন হল পরিদর্শন করেছেন। পরে কমিটির সদস্য বৃন্দ কুমিল্লা সার্কিট হাউজে মতবিনিময় সভা করে।
সভায় সকল সদস্যদের ঐক্যমতের প্রেক্ষিতে কুমিল্লা টাউন হল মিলনাতন কে আধুনিকায় করার বিষয়ে আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় গণশুনানি করার সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রনালয় গঠিত কমিটি।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, মো আব্দুল মান্নান ইলিয়াস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী। উপস্থিত ছিলেন, কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তনের সভাপতি, জেলা প্রশাসক আবুল ফজল মীর, স্থাপত্য অধিদপ্তরের অধ্যাপক আশিকুর রহমান ভূইয়া, স্থানীয় সকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, কুমিল্লা ময়নামতি যাদুঘরের কাস্টোডিয়ান হাসিবুল হাসান সুমি, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।
সম্পাদক মোঃ হেলাল উদ্দিন জানান, আগামি ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় গণশুনানী অনুষ্ঠিত হবে। আধুনিক টাউন হল নির্মানে কুমিল্লা সকল শ্রেনী পেশার মানুল তাদের মতামত তুলে ধরবেন কমিটির কাছে। কমিটির মত বিনিময় সভা শেষে কুমিল্লা সার্কিট হাউজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, মো আব্দুল মান্নান ইলিয়াস কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এর সাথে সাক্ষাত করেন।
,
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com