কুমিল্লার ব্রাহ্মণপাড়া (বি-পাড়া) উপজেলা নির্বাচনে দুলালপুর বাজারে দুর্বৃত্তের হামলায় ৪জন স্থানীয় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।
আহত সাংবাদিকরা হচ্ছেন জাগরণ টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, মাইটিভির ক্যামেরা পারসন আব্দুস সামাদ বাপ্পি, ওয়ান নিউজের বার্তা সম্পাদক জহিরুল হক বাবু।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রাহ্মনপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পর অন্তত ৫০ জন দূর্বৃত্তরা হামলা চালায়।
আহত সাংবাদিকদের বি-পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ সময় আনারস প্রতীকের কর্মী কিশোর সরকার, মনির হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তাদের রক্তক্ষরণ হয়।
ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন জানান, আমরা চারজন সাংবাদিকে চিকিৎসা দিয়েছি। আশিকের অবস্থা গুরুতর তাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।
এ ঘটনায় ওই কেন্দ্রে পুলিশ, বিজিবির অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনার পর এখনো কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়নি।
উপজেলা রিটার্নিং অফিসারকে বিষয়টি মুঠোফোনে জানানো হলে এ বিষয়ে পরে জানাবেন বলে তিনি জানিয়েছেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com