কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার ভরাডুবি ঘটেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আবু জাহের নির্বাচিত হয়েছেন।
৫৯ টি কেন্দ্রে আবু জাহের আনারস প্রতীকে ৪০ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জাহাঙ্গীর খান চৌধুরি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬৩৯ ভোট।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। রাত পৌনে ৮টায় গণনা শেষে বেসরকারিভাবে স্বতন্র প্রাথী আবু জাহের নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টায় ব্রাহ্মণপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পর অন্তত ৫০ জন দূর্বৃত্তরা হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হয়। আশিক বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় দুলালপুর কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেনকে বেড়ধক পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়। এ ঘটনায় বিল্লাল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com