স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সকল কার্যক্রম পরিচালা করতে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে লিবারেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
১৮ই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পলাশ মৃধার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লোকপ্রশাসন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী এ এম নূর উদ্দীন হোসাইন কে সভাপতি এবং মার্কেটিং ১১ তম ব্যাচের শিক্ষার্থী গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে এই কমিটির অনুমোদন দেয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন জান্নাতুল ফেরদৌস; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জুবায়ের আহমেদ; সাংগঠনিক সম্পাদক হিসেবে আফসানুন্নাহার রিতু; অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবরিনা আলম; দপ্তর সম্পাদক সাইফুল মিয়া; লাইব্রেরি সম্পাদক রিফা সাদিয়া ভাবনা;প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম; গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক উসমান গনি এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছে শামীম আকন্দ, নাঈমা নূন, সানজিদা ইয়াসমিন ও নাইমুর রহমান দুর্জয়।
উল্লেখ্য,নেতৃত্বের বিকাশ ও তরুণ্যের বাংলাদেশ বিনির্মাণে ২০১৭ সালে বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন যাত্রা শুরু করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com