কুমিল্লায় রাস্তার পাশের অবৈধ দোকানপাট সরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় রাস্তার পাশের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর টমছম ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী।
এসময় নগরীর সবচাইতে যানজট প্রবণ টমছম ব্রিজ এলাকায় রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।
জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী জানান, নগরীকে যানজটমুক্ত রাখতে নগরীর প্রতিটি সড়কে ধারাবাহিকভাবে মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com