সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে যুব র্যালি,আলোচনা সভা, যুব ঋণ প্রদান ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মন্ডলের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শাহাদাত হোসেন,জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন,সেবা ও মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালাউদ্দিন আহম্মেদ,হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আবু তাহের রনি,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রাশেদ উল আলম, সদর দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আলেয়া আল-আমিন ,নজরুল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের রাশেদুল আলম।
এ সময় বক্তারা বলেন,দেশের একটি যুবকও যেন বেকার ও মাদকাসক্ত না হয় সেজন্য সরকার প্রত্যেকটি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন।বর্তমানে ১ কোটি মানুষদের মধ্যে পৌনে ছয় কোটিই হচ্ছে যুবক।তার মধ্যে স্নাতক শেষ করে বেকার ৮৪ হাজার।সরকার প্রত্যেককে সরকারী চাকুরী দেয়া সম্ভব নয় ।তারা যদি যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে চাকুরীর পেছনে না ঘুরে নিজ উদ্যোগে আত্নকর্মসংস্থানের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যকেও বেকারত্ব থেকে মুক্তি দেয়া সম্ভব।বর্তমান দেশের জনগোষ্ঠীর এক তৃতীয়াংশ হচ্ছে যুবকরা।এ যুবকরাই হল দেশের চালিকাশক্তি।তাই যুবকদের বেকার না থেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নিজেদের আত্ন নির্ভরশীল করে গড়ে তোলার আহবান জানানো হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com