কুমিল্লায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চালু করা হয়েছে ‘মোবাইল ট্রাফিক স্কুল’ কার্যক্রম। রবিবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় টাউনহল মাঠে এ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ও এস.এম মোস্তাফিজুর রহমান, বিআরটিএ’র সহকারি মোটরযান পরিদর্শক মো. মিনহাজ উদ্দিন। এর আগে হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেলসহ আটক করে ভ্রাম্যমান আদালতের আওতায় আনা হয়।
জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু সাইদ বলেন, কুমিল্লা নগরীতে হেলমেট বিহীন মোটরসাইকেল চলতে পারবে না। চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এছাড়া চালক ছাড়া একজনের বেশি আরোহী থাকলে তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com