কুমিল্লার তিতাসে ২০ মাস বয়সী এক শিশুকে অপহরণের ১৬ ঘণ্টার মধ্যেই জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শিশু রাইসা ওই উপজেলার উপুলকান্দি গ্রামের প্রবাসী হালিম মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার ভোরে অপহরণ করা হয় রাইসাকে। পরে রাত ৮টায় তাকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করে পুলিশ।
জানা গেছে, ঘুমন্ত মেয়েকে বিছানায় রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান হালিম মিয়ার স্ত্রী জান্নাত। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে বিছানায় নেই। পরিবারের সবাই যখন রাইসাকে খুঁজতে ব্যস্ত, ওই সময় অচেনা নম্বর থেকে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারী। বিষয়টি পুলিশকে জানানোর পর শুরু হয় উদ্ধার তৎপরতা।
তিতাস ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ঘটনাটি জানার পর তিতাস থানা ও কুমিল্লা ডিবি পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রাত ৮টায় তিতাসের উত্তর বলরামপুর গ্রামের অপহরণচক্রের সদস্য কবির হোসেনের কাছ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। ওই সময় কবির হোসেনকে আটক করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের পর পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
শিশু রাইসার বাবা হালিম মিয়া বলেন, মেয়েকে ফিরে পেয়ে আমি খুবই খুশি। কৃতজ্ঞতা পুলিশের প্রতি। তাদের আন্তরিকতায় আমার কলিজা ফিরে এসেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com