কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেশপুর এলাকায় একটি পুকুর খননের সময় প্রাচীন মুর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেবপুর ফাঁড়ী পুলিশ মুর্তিটি স্থানীয় লোকদের কাছ থেকে উদ্ধার করে।
জানা যায়, সমেশপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম ফজর আলীর পুকুরে মাটি কাঁটার জন্য যায় মোহাম্মদ আলী নামে এক ব্যাক্তি। এসময় কোদালে ধাতব বস্তুর আঘাত পেয়ে হাত দিয়ে মাটি সরিয়ে একটি মূর্তি দেখতে পায় সে। পরে বুড়িচং থানা পুলিশকে খবর দিলে দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই ইমরুল সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় পৌছে মুর্তিটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসে।
দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল বারী নয়ন জানায়, মুর্তিটি ৮ ইঞ্চি দৈর্ঘ্য ও ৬ ইঞ্চি প্রস্থে তৈরী, এটির ওজন ৮৯০ গ্রাম, এটি পিতল দ্বারা তৈরী একটি হিন্দু দেবীর মূর্তি।
উদ্ধারকৃত মুর্তিটিকে প্রতœতত্ত্ব বিভাগের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com